Friend Philosopher and Guide

(Inclusive Education Research Centre)

-Let’s Pursuit Knowledge & Wisdom

‘FPG’ টেকসই উন্নয়ন লক্ষ্য—৪—এর সুস্পষ্ট ধারণা সম্পর্কে শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয় সংশ্লিষ্ট সদস্যদের সচেতন করে বিদ্যালয়োর লক্ষ্য অর্জনে সরাসরি(Offline) বা অনলাইন(Online)—এ নির্দেশনার মাধ্যমে সহায়তা প্রদান করে থাকে।

Scroll to Top