Friend Philosopher and Guide

(Inclusive Education Research Centre)

-Let’s Pursuit Knowledge & Wisdom

‘বাদ যাবে না কেউ’ — এই মূলনীতিতে বিশ্বাসী ‘FPG’। শিক্ষা, পারিবারিক এবং সামাজিক সবধরণের কর্মকান্ডে প্রত্যেক ব্যক্তির ন্যয্যতা অনুযায়ী অংশগ্রগণ নিশ্চিত করতে হবে। এটা তার জন্মগত অধিকার। প্রত্যেক ব্যক্তি আলাদা এবং প্রত্যেকেই বিশেষ বৈশিষ্ট্যেসম্পন্ন সৃষ্টি। আর ব্যক্তির এই বিশেষত্বকে সম্মানের সাথে প্রত্যেককে গ্রহণ করতে হবে। আর এটাই হলো আশফুল মাখলুকাত হিসেবে মানব সৃষ্টির মাহাত্ম্য। অটিজম ও অন্যন্য বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিরাও সর্বশ্রেষ্ঠ সৃষ্টির অন্তর্ভুক্ত। তাদের বিশেষত্বকে সম্মানের সাথে আমাদের গ্রহণ করতে হবে। প্রত্যেকে প্রত্যেককে জীবনের এই পথ সহনশীল হয়ে সহযোগীতার আদান—প্রদান করে সহযাত্রীরূপে পাড়ি দিতে হবে। ‘FPG’ অটিজম ও অন্যন্য বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের পরিচিত করতে এবং তাদের অধিকার সম্পর্কে জনগনদের জানাতে বিভিন্ন ধরণের Awareness Program সরাসরি(Offline) বা অনলাইন(Online)— এ নিজেরা পরিচালনা করে এবং বিভিন্ন বিদ্যালয়কে পরিচালনাতে সহযোগিতা করে থাকে।

Scroll to Top