Friend Philosopher and Guide

(Inclusive Education Research Centre)

-Let’s Pursuit Knowledge & Wisdom

একজন মানব শিশুর পৃথিবীতে জন্ম হতে শুরু করে তার বৃদ্ধি, বিকাশ, শিক্ষা, চাকুরি, পরিবারগঠন, সামাজিক কর্মকান্ডে কখনও ব্যক্তিগতভাবে আবার কখনও দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবার সক্ষমতা ব্যক্তিকে আত্মসম্মানী, আত্মবিশ্বাসী, আত্মনির্ভরশীল এবং সাহসী করে তোলে। ‘সিদ্ধান্ত গ্রহণ’ একটি জটিল প্রক্রিয়া। জীবনের প্রতিটি পদক্ষেপে ব্যক্তি কখনও সচেতনভাবে আবার কখনও অবচেতনভাবে ‘সিদ্ধান্ত গ্রহণ’ করে থাকে। একটি সচেতনভাবে নেয়া সঠিক সিদ্ধান্ত ব্যক্তিকে লক্ষ্য অর্জনের পথে এগিয়ে নেয়। ব্যক্তি সাফল্যর চুড়ায় পৌছায় এবং সন্তুষ্ট হয়। অপরদিকে একটি অসচেতনভাবে নেয়া সিদ্ধান্ত ব্যক্তিকে হতাশায় নিমজ্জিত করে। ব্যক্তি জীবনে অসফল, অসন্তুষ্ট এবং সবশেষে অসুখী হয়। ‘FPG’ কাউন্সিলিং(Counseling)—এর মাধ্যমে সরাসরি(Offline) বা অনলাইন(Online)—এ বিভিন্ন ধরণের সার্ভিস(Service)/সেবা প্রদান করে থাকে।

সার্ভিস(Service)/সেবাগুলো হলো: (একক কার্যক্রম)

  • Individual Education Program (IEP);
  • Individual Family Service Program (IFSP);
  • Educational Assessment;
  • Student Counseling;
  • Teacher Counseling;
  • Parent Counseling;
  • Individual Counseling
  • Career Counseling;
  • Professional Development Counseling
Scroll to Top