“FPG” অর্থাৎ “Friend Philosopher and Guide” নামের মাঝেই স্বেচ্ছাসেবার বিষয়টা লুকায়িত রয়েছে। প্রতিষ্ঠানটি গঠিত হয়েছে বেশকিছু স্বেচ্ছাসেবক(Volunteer)— দের প্রচেষ্টায়। সুতরাং এখানে একজন স্বেচ্ছাসেবক(Volunteer) হয়ে আপনার নেতৃত্বের(Leadership) দক্ষতা বিকাশের পাশাপাশি সামাজিক(Social), আবেগিক(Emotional), যোগাযোগ(Communication), আন্ত:(Inter) এবং অন্ত:সম্পর্ক (Intra Relation) বৃদ্ধির সুযোগ রয়েছে। স্বেচ্ছাসেবার দ্বারা “FPG”—র বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত থাকার মাধ্যমে একজন “FPG” অর্থাৎ “Friend Philosopher and Guide” হয়ে উঠুন।
* Fees and charges:
1. Registration Fee: 100/- (For all)
2. Membership Fee: Yearly
Students: Class-Vii to Xii = 600/-
Students: Graduate: 1200/-
Post Graduate: 1500/-
Others: 2000/-
2500/-
3500/-
সংযুক্তি:
Friend Philosopher and Guide Centre
Friend Philosopher and Guide Centre